বর্ষা জলে ভেসে
- মোঃ বুলবুল হোসেন ১৯-০৪-২০২৪

বর্ষা জলে ভেসে
মোহাম্মদ বুলবুল হোসেন

আষাঢ় মাসে বর্ষা দিনে
লাগে আমার ভালো,
দূরে আকাশ মেঘের জমা
লাগছে শুধু কালো।

নৌকার জেলে মধুর সুরে
সুখে গায় যে গান,
আষাঢ় মাসে বর্ষা দেখো
নদে এলো যে বান।

গাছের ডালে কদম ফুলে
দেখতে লাগে বেশ,
আমরা তাকে যতই দেখি
হবেনা দেখা শেষ।

আমরা যাবো পাল উড়িয়ে
বর্ষা জলে ভেসে,
ময়না ভাবি গানের তালে
মনটা ভরে হাসে।

বিলের জেলে মাছ ধরতে
গেলো বিলের জলে,
নায়ের মাঝি বৈঠা ধরে
ঢলের জলে চলে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।