চাঁদ মামা
- মোঃ বুলবুল হোসেন ২০-০৪-২০২৪

চাঁদ মামা
মোহাম্মদ বুলবুল হোসেন
তারিখঃ ১৮-০৬-২০২০ ইং

আকাশ মাঝে তারার মেলা
মনে লাগে বেশ,
যেখানে যাই সেখানে পাই
তারার নাই যে শেষ।

চাঁদের মিষ্টি আলো থেকে
পড়লো আমার গায়,
তাইতো দেখে খোকা আমার
চাঁদ মামা কে চায়।

খোকন সোনা চেয়ে দেখো
চাঁদের বুড়ি কেশ,
কেমন করে চরকা কাটে
চাঁদের আলোয় রেষ।

সূর্য প্রখর আলোয় দেখো
দূর করে চাঁদ মেঘ,
আষাঢ় মাসে বৃষ্টি পড়ে
কি সুন্দর তার বেগ।

আকাশ মাঝে আলো আধাঁর
কত্তো খেলা হয়,
আকাশ জুড়ে তারার ঝলক
মনের মাঝে রয়।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
১৮-০৬-২০২০ ১৪:০৫ মিঃ

অসাধারণ উপস্থাপন ।