এই জনতার ভিড়ে
- মুহাম্মদ তানজিন সাফায়েত ওরফে মো. তানজিন সরকার ২৫-০৪-২০২৪

এই জনতার ভিড়ে এক দিন হারিয়ে যাবে
তোমার আমার পদ্মা-মেঘনা ব্রহ্মপুত্র,
আর তার সীমাহীন ঢেউয়ের উচ্ছ্বাস
ঝরে যাবে বুকে বাঁ পাশে গেঁথে রাখা
একটা কুচকুচের কালো গোলাপ;
তোমার মুখের উচ্ছলিত শব্দ গুলো
অনেক দূর পথ পেরিয়ে কম্পন হারাবে
পৌঁছাবে না আর আমার কর্ণকুহরে।

এক দিন এই জনতার ভিড়ে হারিয়ে যাবে
তোমার আমার গঙ্গা যমুনা কর্ণফুলী
আর তার সীমাহীন গহীনতা,
তোমার স্পর্শ গুলো আর অনুরণিত হবে না
আমার মস্তিষ্কের নিউরন গুলোতে;
তোমার হৃদয়ের স্পন্দন গুলো
আমার হৃদয়ে এসে প্রশান্তি জাগাবে না,
হবে না তার আর কোন বিনিময়।


এক দিন এই জনতার ভিড়ে
তুমি আর আমাকে চিনবে না,
অচেনা আগন্তুক ভেবে হেলা ভরে
আর কোন দিন দৃষ্টি ফেরাবেনা,
এই আপন তুমি আর আপন রবে না,
কেমন করে অচেনা হয়ে যাবে তুমি!
ভাবতেই ভয় হয়, বড় শূন্য মনে হয়।
এক দিন তুমি, তুমি হয়ে যাবে,
এই জনতার হবে জয়।


ল্যাইস ম্যানশন, তাজপুর, সিলেট
১৮.০২.২০২১

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।