এসো কষ্ট কুড়াই
- এ কে দাস মৃদুল - হৃদয়ের অন্তরীক্ষে নৃত্যময়ী ২৫-০৪-২০২৪

মেয়ে
এতো প্রেম
কুড়িও না অন্তরে
কিছুটা খালি রেখো অন্দরে,
দিনেরই শেষে যাবে যার ঘরে;
তারই কষ্টে নয়তো আঘাত পাবে অনাদরে।

আমিও
অনেক প্রেম
কুড়িয়ে দেখেছি অষ্টপ্রহরে
রাখিনি খালি স্বপ্নেরই বিভোরে,
দিনেরই শেষে সে হারিয়েছে বহুদূরে;
তারই কষ্টে ঘুরি এখন শূন্যতার তেপান্তরে।

মেয়ে
একটু কষ্ট
কুড়িয়ে দেখো পিঞ্জরে
যতোটাই কষ্ট রাখো ভিতরে,
দিনেরই শেষে থাকবে যার আদরে;
তারই ভালবাসায় মুছে যাবে সব অগোচরে।

আমিও
এখন কষ্ট
কুড়াই মনেরই গহ্বরে
ওরাও জমাট বাঁধে পাথরে,
যদি কখনো সে আসে বন্দরে;
তারই পরশে অঝোরে যাবে সব ঝরে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।