প্রভাতের প্রেম
- মুহাম্মদ তানজিন সাফায়েত ওরফে মো. তানজিন সরকার ২৯-০৩-২০২৪

আজও প্রাতঃ প্রভাতে
হেরিয়াছি গগনে কোণে
শশী, অবাক নয়নে।
ভাঙ্গা ভাঙ্গা আঁধারে
লুকায়েছে তার আলোক
এ যেন ভালোবাসা
চিরন্তন তাহার রূপ
এমনও রূপে মজিতে
ইচ্ছে জাগে মোর সদা
নিদ্রালু চোখ দেয় বাধা।
ধীরে ধীরে ঊষার আলো
আসিল সেথা শত্রু বেশে
রুপালি তরবারি হাতে
স্নিগদ্ধতারা লুকায়েছে শেষে।
মম গম্ভীর চিত্ত জিজ্ঞাসিলো
রবি, কেন তুমি আসিলে?
ফিরে যাও তব নীড়ে,
কুয়াশারা কহিল হাসি
সে যে প্রকৃতি, সে প্রকৃতি।
★★★

কলেজে পড়াকালীন অপক্ব হাতে লিখা

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।