আবার এলো মাহেরমজান (নাত)
- আসাদউজ্জামান খান ১৯-০৪-২০২৪

আবার এলো মাহেরমজান
আসাদউজ্জামান খান
===================
এলোরে এলো ঐ মাহেরমজান
ভোর রাতে মোমিনরা সেহেরি খান,
সারারাতী,জেগে জেগে,গায় আল্লার গান
ভোর রাতে মোমিনর সেহেরি খান,
বছর ঘুরে এলো মাহেরমজান।.....(২)

দোয়াদরুদ,তসবিপড়ে
আরো পড়ে কোরআন,....
আবার ফিরেএলো মাহেরমজান।....(২)

দানের হাতটা দেয় বাড়িয়ে,সকল মোমিন প্রাণ....
কুকর্ম দেয় ছেড়ে,আল্লারই মেহেরবান,
সকল মোমিন রমজান করে সম্মান...
আবার ফিরেএলো মাহেরমজান.... (২)

সারাদিনের অনাহারে,ইফতার করে মোমিন জাহান
ধনী আর গরিবে নেই কোনো ভেদাভেদ
পানিকরে একসাথে পান,....
আবার ফিরেএলো মাহেরমজান.... (২)
বছর ঘুরে এলো মাহেরমজান......(২)।।।।

লেখা.....২৭.০৪.২০২১

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।