সম্পর্ক
- Abrar Jahin Chowdhury Nuhan- আবরার জাহিন চৌধুরী নূহান ২৬-০৪-২০২৪

জীবনের ধারাপাতে,কতশত অংক
যোগ- বিয়োগ, গুন-ভাগ
নানা রঙের মানুষের অগনিত সুত্র

কাকে কোন সুত্রে জুড়ে নিয়ে,
করিবো আপন পাইনা ভেবে কূল;

যোগ করে পেয়ে গেলাম,
শুধুই বিয়োজন
গুন-ভাগ তাই ছেড়ে,
বুঝ হয় সম্পর্কের অন্ত
সম্পর্ক মানেই বিয়োগান্ত!

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।