বুকের অসুখ
- রশিদ হারুন ১০-০৯-২০২৪

আমিতো ভালোই ছিলাম
চোখের মাঝে চোখ ছিলো
বুকের মাঝে বুক,
তোমায় কেনো দেখতে গেলাম ?
হারালো সব সুখ ।


আমিতো মানুষ ছিলাম
সুস্হ সবল আস্ত মানুষ
যখন খুশি হাসতে পারতাম
যখন খুশি কাঁদতাম,
কেনো যে তোমার চোখে,
পড়লো আমার চোখ ?
সুস্হ বুকে বাধলো বাসা
নাম না জানা এক অসুখ ।


অসুখ বুকে
আমার কষ্ট আসে,
অসুখ বুকে
তোমার চোখ ভাসে,
অসুখ বুকে
আমার কান্না পায়,
আমার অসুখে
তোমার কি আসে যায় ?


আমিতো ভালোই ছিলাম
তোমায় দেখে অসুখ পেলাম
-----------
রশিদ হারুন

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।