যাদুকর
- রশিদ হারুন ১০-০৯-২০২৪
বউরে,
আইজ কি অইলো হুন,
তুইতো বিশ্বাসই করবার পারবি না
আল্লার কসম,আমি জন্মের পর থাইক্কা
এতো মানুষ একসাথে কহোনো দেহি নাই।
বউরে,
প্রতথমে তো কইলাজাডার মাইধ্যে ভয় হান্দায় গেছে ,
মানুষ আর মানুষ, খালি মাথা দেহা যায়,
সবাই হাইট্টা যায়,
কেউ আমার রিকশায় উটবার চাইলো না,
একজনরে থামাইয়া জিগাইলাম,
"কই যানরে ভাই",
কইলো' রেসকোর্স এর মাডে যাইবো,
"শেখের ব্যাডায়" নাকি বকতিতা দিবো,
মনে লয় মাইনশের কামকাইজ নাই,
আমাগো মতন দিন আইন্না দিন খাইলে বুঝতো,
একদিন রিকশায় প্যাডেল না দিলে
গুষ্টি হুদ্দা ভুখা থাকতে অয়।
বউরে,
কি মনে লইলো, রিকশাডারে টানতে টানতে
আমিও মাইনষের লগে আইজ মাডে গেছিলাম,
আহারে বউ, তুই যদি যাইতি,
এত্তো মানুষ, হারাডা জনম
দুইজনে গুনলেও শেষ অইবো না।
হগলের মুহে খালি "জয় বাংলা" আওয়াজ।
বউরে,
আচমকা হজ্ঞোলে চুপ মাইরা গেলো,
"শেখের ব্যাডায়" মাইকের সামনে দারাইলো,
ডাইন হাতের আংগুলটারে উচ্চা কইরা
বকতিতা শুরু করলো,
আমি রে বউ, ঠিক মতো কিছুই হুনিনাই,
দুইডা লাইন খালি মনে আছে,
আর খালি আংগুলের নাচন দেকলাম
আংগুল উডাইলে হজ্ঞলে চুপ,
আংগুল নামাইলে কয় "জয় বাংলা"।
বউরে,
তুই বিশ্বাস করবি না,
এত্তো আওয়াজে আমার কানে ধান্দা লাইজ্ঞা গেছিলো,
ঠাডার মতো আওয়াজ,
ঝরের মাইধ্যে যেই ঠাডা পরে হেই রহম ঠাডা,
আমি খালি হেই আংগুলের নাচন দেহি,
আর মনে মনে কই,
কত্তোবড় যাদুকর এই "শেখের ব্যাডা"।
আংগুলের ইশারায় এত্তো মানুষরে
চুপ করায়,আবার কথা কওয়ায়।
এই আংগুল দিয়া আয়ুব খান আর ভুট্টুরে দমকাইছে,
কত্তোবড় কইলজারে বউ,
এগো নাম হুনলেই আমার লুঙ্গি ভিইজ্জা যায়,
আর শেখের ব্যাডায় হেগোরে দমকায়।
বউরে,
তোরে একডা সত্ত কতা কই
আমারো না হের পর থাইক্কা,
আংগুল তুইল্লা খালি হেগোরে
ধমকাইতে ইচ্ছা করতাছে।
বউ আমি তোরে দেহাই "শেখের ব্যাডায়"
কেমনে বকতিতা দিছে।
এই যে আমি পিরাডার উরপে দারাই,
তুই আমার সামনে মাডিতে বয়,
আমি যহন আংগুল নামামু,
তুই কইবি "জয় বাংলা"
আর আমি এই বাবে আংগুল তুইল্লা কমু
“এই বারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
“এই বারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”
ঠিক শেখের ব্যাডার মত।
-------------------------------------------------
রশিদ হারুন
মন্ট্রিয়াল, কানাডা
০২/১২/১৭
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।