পলাতক যৌবন
- রশিদ হারুন ১০-০৯-২০২৪

যে যৌবন আমাকে ভালোবেসে
বিরহী ছিলো একদিন,
যে যৌবনকে আমি অবজ্ঞা করেছি
নিজেকে বিপ্লবী ভেবে,
যে যৌবনকে আমি কখনো
বুকে জায়গা দেইনি
লোকে আমাকে ভীরু ভাববে ভেবে,
সেই যৌবন অভিমানী হয়ে
আজ পলাতক,
সাথে না বুঝে পালিয়েছে
আমার বোকা সময়।


পলাতক যৌবনের সন্ধানে আমি
সারা শহরপোস্টারে ভরিয়ে দিলাম,
পত্রিকায় “ফিরে এসো” বিজ্ঞাপন দিলাম,
তবুও ফিরেনা আমার পলাতক যৌবন।


পলাতক যৌবন খুঁজতে আমি
রাজপথের মিছিলে মিশে যাই সবাইকে ফাঁকি দিয়ে
দাবী কি না জেনেই বলে ফেলি
“আমাদের দাবী মানতে হবে, মানতে হবে”।


সে সব নারীদের খুঁজে ফিরি
যাদের মায়াহীন বুক একদিন
শুধু আমার যৌবনকে তপ্ত করতে চেয়েছিলো,
নির্লজ্জ ভাবে জানতে চাই তাদের কাছেও
"আমার অভিমানী যৌবনকে
তোমরা কেউ কি দেখেছো"?


খুঁজে ফিরি সেই সব বন্ধুদের
যাদের কাছে আমার অভিমানী যৌবন
নিঃসঙ্কোচে তার সুখ দুঃখের গল্প করতো।


সবার কাছেই আছে শুধু বোকা সময়ের সন্ধান
পলাতক যৌবন বোকা সময়কেও ফাঁকি দিয়েছে,
সময় এখন প্রতারিত হয়ে সন্ন্যাস নিয়েছে।


সময় আজ আমাকে
অসময় এর মুখোমুখি দাড় করেছে
আমি বড়ই বিভ্রান্ত
পলাতক যৌবনকে খুঁজবো
না বোকা সময়কে খুঁজবো।
--------------------------------
হারুন রশিদ
৩০/১১/১৭
মন্ট্রিয়াল,কানাডা

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।