অভিশাপ ও ভালোবাসা
- রশিদ হারুন ২৬-০৪-২০২৪

যে আমাকে বিরহের জলে ভিজিয়েছে,
আমি তাকে অভিশাপ দেই -

সারা জীবন সে যেন নিঃসঙ্গ থাকে,
বিষাদে কাটুক তার দীর্ঘ জীবন,
দুঃখী কণ্ঠস্বরে সারাজীবন নিজের সাথে
বোঝাপড়া করুক ভুল শুদ্ধতা নিয়ে,
তার জন্য কেউ কোনদিন
ভালোবাসার কবিতা লিখবে না,
তার হাত ধরে কোন যুবক কখনো
ভরা পূর্ণিমায় পাগলের মত হাসবেনা,
একটি চিঠি লিখে বুক পকেটে নিয়ে
হাটবে না মাইলকে মাইল
শুধু একটি পোস্ট বক্স এর জন্য।

যে আমাকে অভিমানী করেছে,
আমি অভিশাপ দেই
- সে যেন আজীবন স্পর্শহীন থেকে যায়।

মনোলীনা,
দেখে যাও তুমি ছাড়া
আমি কেমন বোকা মানুষ হয়ে যাই,
ঘুমের মাঝেও অভিমানী হয়ে চিৎকার করে কেঁদে উঠি,
বিরহের মাঝে খুন করে ফেলি সব ভালোবাসা.
আর বার বার শুধু অভিশাপ দেই তোমাকে।


মনোলীনা,
অনেকদিন এই অভিশাপগ্রস্ত শহরে বৃষ্টি হয়না,
যেদিন থেকে আমি অভিশাপ দেওয়া শুরু করেছি
তারপর থেকে এই শহরে আর সূর্য ডুবেনা,
এই শহরের সবাই অসুখি আমার অভিশাপে।


মনোলীনা,
এই শহরকে যদি ভালোবাসো,
এই শহরের মানুষকে যদি ভালোবাসো,
ইতিহাসে যদি অমর হতে চাও,
আমাকে অনুরোধ করো,-
অভিশাপগুলো যেন ফিরিয়ে নেই
আর শুধু তোমাকেই যেন ভালোবাসি।


মনোলীনা,
আমাকে একবার শুধু অনুরোধ করো
আজই বৃষ্টি ঝরিয়ে দিব এই শহরে।
-------------------------------------

২৭.০৬.২০১৭

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।