শেষটা এমন!
- সালাহউদ্দিন রিফাত - ফেরা ২৫-০৪-২০২৪

বলতে গিয়ে থামতে হলে প্রকাশ গুলো গিলতে হলে প্রতিবাদের সাহস গেলে আবেগ গুলির নিয়ন্ত্রনে 'অনুভুতির' শক্তি আমার - আর কি কিছু থাকে? দিনের পরে রাত, রাতের পরে দিন- ক্রোধ গুলি সব আটকে রেখে আপোষ করার অভ্যাসেতে 'অনুভুতির' শক্তি আমার - আর কি কিছু বাঁচে? এমনি করে- এমনি মরে- লাশ হয়ে রোজ হেটে বেড়াই- যে যা-ই ছিলাম স্বকীয়তায় লাশ হয়ে সব এক হয়ে যাই! যেন বাড়ি-ঘরের মতো! এমন ঘরে-'অনুভুতি' আমার - আর কি খুঁজে পাবে? তাই/ শেষটা হলো এ-ই তোমার মৃত্যুতেও-আমার - 'অনুভুতি'- নেই ! রিফাত ১৭.০২.২০২২

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।