বাঁশ তুমি কেমন আছো
- শৈবাল সরকার ১৭-০৯-২০২৪
বাঁশ তুমি কেমন আছো; হয়েছো কি বাঁশরী,
কাঠি হয়ে কতো কানে দিয়েছো সুড়সুড়ি।
বেড়া হয়ে ক্ষেতে পথে ন্যাড়া আল গরু ছাগল,
তাড়িয়ে বাঁদর কাক ক্ষেপে উঠে বদ্ধ পাগল।
ভেড়াদের পিঠে বাঁশ ভ্যা ভ্যা আওয়াজে ,
কলে মিলে মিশে গেছো মিহি মিহি কাগজে।
ঝাঁটা ঝুড়ি চালন কুলো প্লাস্টিক খেলো যে,
খুঁটি হয়ে রোদে জলে পঁচে মরো সহজে।
শিল্পের খুঁটিনাটি মেলার সামগ্রী,
কষ্টের কানা কড়ি না পাক তাতে কি ?
বনেদী বসার ঘরে বাঁশ তুমি বনশাল,
হালের গরু তাড়ায় চাষা নড়িতে পড়িয়ে আল।
শেষ যাত্রায় বাঁশের মাচা কে গরীব রাজা রে,
ঢাকের বাদ্যির নকল কাঠি এলো কি বাজারে?
কে দিলো কাকে বাঁশ হিসেব কে রাখে তার,
দিয়ে থুয়ে বাকি বাঁশ কাজে আসে রার রার।
শ্যামলে অমল আকাশ ঢেকে রাখো ছায়াতে,
প্রাচীন-নবীন ধরণী বেঁচে থাক তোমার মায়াতে।
সাঁকোতে দুলে পা পাড় হই আমি তুমি,
লাঠি হাতে বৃদ্ধ কাল-
ব্যথা কি জানে অন্তর্যামী!
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।