লজ্জিত স্বাধীনতা
- ছোটন বড়ুয়া ১১-১০-২০২৪

বায়ান্ন বছর পরে আমি
স্বাধীনতাটাকে নতুন করে খুঁজছি......
কি দেখার কথা ছিল? আর কি দেখছি....

কি শোনার কথা ছিল? আর কি শুনছি....
কি ভাবার কথা ছিল? আর কি ভাবছি....

কি বলার কথা ছিল? আর কি বলছি....
কি কথা ভেবেছিলাম? কি স্মৃতিচারণ করছি....
হায় হায় হায়রে!! স্বাধীনতা..

ভুলে গেছি স্বাধীনতার মূল্যবোধকে,
ভুলে গেছি, কি ছিল?
এই স্বাধীনতার চেতনার অঙ্গীকার।

ভুলে গেছি, কি ছিল? এই আত্মদর্শন স্বাধীনতার।
এইটাই কি ??
আমাদের ৩০ লক্ষ তাজা প্রাণের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা?
এমনটাই কি হবার কথা ছিল??...

হায়...হায়রে স্বাধীনতা.....
আমাদের বাকরুদ্ধ সত্য প্রকাশে শত বাধা,
পত্রিকার প্রথম পাতায় ধর্ষণের খবর এখন আহা কি মজা,

হায়রে স্বাধীনতা.....
পঞ্চাশ বছর পরেও আমি বধির হয়ে আছি,কিছুই শুনতে পাইনা।
আমি অন্ধ দৃষ্টিহীন দেখেও না দেখার মতো থাকতে হয় প্রতিনিয়ত।

হায়রে স্বাধীনতা.....
বৈষম্যের শিকার সমাজের শাসন ব্যবস্থা।
দুর্নীতির নীতিতে ছেয়ে গেছে গোটা সমাজ- গোটা দেশটা।

হায় ....হায়রে স্বাধীনতা....
আমি লজ্জিত জীবন উৎসর্গকারী
শহীদের প্রতি,
আমি লজ্জিত সম্ভ্রম হারানো
মা-বোনদের প্রতি।
আমি লজ্জিত অযোগ্য মানুষকে
যোগ্যতার আসনে দেখে।

তোমার চোখ আছে কিন্তু দেখতে মানা।
তোমার মুখ আছে কিন্তু বলতে পারবে না।
তোমার কান আছে কিন্তু শুনতে মানা।

প্রজন্মের জন্য উপহার লজ্জিত স্বাধীনতা।
বঙ্গবন্ধুর স্বপ্নে গড়া এটাই কি সেই সোনার বাংলা???

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।