যদি খেতে চাও বাঁশ
- ছোটন বড়ুয়া ১৭-০৯-২০২৪

যদি উপকার কর
খেতে হবে বাঁশ;
যদি খেতে চাও বাঁশ
উপকার করে যাস।

উপকার করলে সে খাবে
ভাত,মাংস আর মাছ;
তুমি পাবে একটা
আস্তো বড় মুলি বাঁশ।

এই বাঁশ খেতে
করতে হবে না কোনো চাষ;
খুঁজতে হবে না কোথাও
খুঁজে পাবে চারপাশ।

যদি খেতে চাও বাঁশ
তবে মানুষের উপকার করে যাস;
আর খাওয়ার ইচ্ছা হবে না
ভাত,মাংস আর মাছ।

যদি মনে জাগে অভিলাষ
তবে মানুষের উপকার করে যাস;
বিনামূল্যে পাবি নানান রকম
অরেক রকমের বাঁশ।

আমি দিয়ে যাচ্ছি পূর্বাভাস
ফ্রীতে পাবে বাঁশ;
মানুষের উপকার করে
নিজেকে করো না সর্বনাশ।

উপকার করে এখন
ঘরেও বাঁশ বাইরে বাঁশ;
শুধু করি এখন হাঁসফাঁস।

বাঁশ খেতে খেতে যায় আমার নিঃশ্বাস
কি আর করা ফেলি শুধু দীর্ঘশ্বাস।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

faizbd1
২২-০৯-২০২৩ ২২:৩৫ মিঃ

অপূর্ব লিখেছেন।

ছোটন বড়ুয়া
২৩-০৯-২০২৩ ০০:৩৫ মিঃ

অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রিয় কবি। আপনার সুন্দর মন্তব্য আমাকে লেখার জন্য আরো বেশি অনুপ্রাণিত করবে।