যদি খেতে চাও বাঁশ
- ছোটন বড়ুয়া ১৭-০৯-২০২৪
যদি উপকার কর
খেতে হবে বাঁশ;
যদি খেতে চাও বাঁশ
উপকার করে যাস।
উপকার করলে সে খাবে
ভাত,মাংস আর মাছ;
তুমি পাবে একটা
আস্তো বড় মুলি বাঁশ।
এই বাঁশ খেতে
করতে হবে না কোনো চাষ;
খুঁজতে হবে না কোথাও
খুঁজে পাবে চারপাশ।
যদি খেতে চাও বাঁশ
তবে মানুষের উপকার করে যাস;
আর খাওয়ার ইচ্ছা হবে না
ভাত,মাংস আর মাছ।
যদি মনে জাগে অভিলাষ
তবে মানুষের উপকার করে যাস;
বিনামূল্যে পাবি নানান রকম
অরেক রকমের বাঁশ।
আমি দিয়ে যাচ্ছি পূর্বাভাস
ফ্রীতে পাবে বাঁশ;
মানুষের উপকার করে
নিজেকে করো না সর্বনাশ।
উপকার করে এখন
ঘরেও বাঁশ বাইরে বাঁশ;
শুধু করি এখন হাঁসফাঁস।
বাঁশ খেতে খেতে যায় আমার নিঃশ্বাস
কি আর করা ফেলি শুধু দীর্ঘশ্বাস।
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
ছোটন বড়ুয়া
২৩-০৯-২০২৩ ০০:৩৫ মিঃঅসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রিয় কবি। আপনার সুন্দর মন্তব্য আমাকে লেখার জন্য আরো বেশি অনুপ্রাণিত করবে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।