অভিমানী (সীমা)
- ছোটন বড়ুয়া ০২-১২-২০২৩

আজও তোমার অপেক্ষায়....
পথপানে চেয়ে থাকি;
হয়তো একদিন আসবে ফিরে
সেই দিনের প্রতিক্ষায় আছি।

একটু একটু করে নীরবে নিভৃতে
ক্রমশ নিঃশেষ হয়ে আসছে জীবন;
স্মৃতি গুলো বুকে নিয়ে খুঁজে ফিরি
এই বুঝি তুমি আসবে এখন।

হৃদয়ের ক্রন্দনে স্মৃতির ভীড়ে
তোমায় ভুলি কি করে;
আমি আশা ঝিঙ্গিয়ে রাখি
হয়তো! আসিবে একদিন আমার নীড়ে।

ভুলিনি তোমায়, ভুলে গেছো তুমি...
হয়তো কিছু ভুল আমারও ছিল
কিছু ভুলও ছিল তোমার।


সীমা.. সীমাবদ্ধতার সকল বন্ধন ভেদ করে
ফিরে এসো তোমার জন্য সাজানো ঘরে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

faizbd1
২৩-০৯-২০২৩ ০১:০৫ মিঃ

অনুপম সুন্দর বেশ ভালো লেগেছে কবি।

ছোটন বড়ুয়া
২৩-০৯-২০২৩ ১২:০৫ মিঃ

প্রিয় কবি আপনার সুন্দর মন্তব্য আমাকে লেখার জন্য আরো বেশি অনুপ্রাণিত করবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে