ভুল মানুষের খোঁজ
- সজীব বিশ্বাস বকুল ০২-১২-২০২৩

নতুন করে করেই চলি ভুল মানুষের খোঁজ
নতুন করে নতুন দিনে ভালবাসায় রোজ

পারছি না আর লাগবে না আর একলা থাকাই ঠিক
রাত পোহালেই দিন শুরু হয় মন পেরোলেই মাঠ
মাঠ পেরিয়ে ছাই উড়িয়ে ছুটছি দিকবিদিক
ছুটতে গিয়ে যাচ্ছে বেড়ে একলা লাগার ঠাট
নিজের পণে নিজেই জব্দ
শব্দগুলো ছত্রভঙ্গ
কালবেলা যায় কালপুরুষে
মৌষলে হয় শেষ
আরেকটা মন যাচাই করি
কিসের হাপিত্যেশ

ছাই রঙা রঙ রঙিন করি
এদিক ওদিক ছোঁকছোঁকানি
কিসের এত ধানাইপানাই
মিছে সব ছুতের বালাই
নরম মন একলা হলেই ধুণেই ধরে হায়
নতুন করে একটা মানুষ খুঁজে নিতে হয়

সে মানুষেও একই করে
আমায় ফেলে নিজেকেই টানে
আমার আশা ধুলায় মেশায়
রক্তচোখে আমাকে খায়
আমায় বানায় ভোজ
নতুন করে করেই চলি ভুল মানুষের খোঁজ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
২৩-০৯-২০২৩ ১৫:৩৮ মিঃ

অসাধারণ মুগ্ধকর একটি লেখা !