বন্ধু
- ফরিদুল ইসলাম ০২-১২-২০২৩

স্মৃতিগুলো মাঝে মাঝে ভীষণ বিচলিত করে তোলে

তোমায় করে না?

তোর সাথে স্মৃতি বলতে -আমি আবেগ বুঝি
প্রাপ্ত বয়সের পূর্ণতা ভরা আবেগ।
এ আবেগ ভালো লাগার, নিঃস্বার্থ ভালবাসার,
আর অকুতোভয়- সাহস জড়ানো বন্ধুত্বের।


তুই স্মৃতি হলি, বছর গড়িয়েছে কয়েক
আমাদের দৃষ্টিরও বহু তল দুরে,
তবুও কেন থেকে যাস খুব কাছে,খুব পাশে !

জীবন সায়াহ্নে এটাই যে সত্যি -
সব কিছু দুরে যায়, জীব-জড় মরে যায়
স্বার্থের পাখি সময় বুঝে উড়ে যায়,
কেবল বন্ধু ভোলে না, বন্ধু চলে যায় না, কভু বন্ধুত্ব মরে না।


স্মৃতি গুলো মাঝে মাঝে ভীষণ বিচলিত করে আমায়,

তোমায় করে না?

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।