অষ্টাদশীর ছোঁয়া
- ফরিদুল ইসলাম ১১-১০-২০২৪
ভীষণ কৌতুহলে, তুমি জানতে চেয়েছিলে,
"এখনো কি নিজের মাঝে নিজে ,তুমি একা?
দিন গড়িয়ে যুগ চলে যায় তবু মেলেনি'ক অষ্টাদশীর দেখা?"
বলেছিলাম খুব মৃদু স্বরে
সেদিন তোমার কথার প্রত্যুত্তরে,
"সেই ঘুনে ধরা দ্বাদশীর বছর!
তারপর কেটে গেছে এত গুলো দিন,
কেটেছে সময়, হারিয়ে জমেছে স্মৃতি, বেড়েছে ঋণ,
তবুও পতাকার ঢঙে পতপত করে বেড়ে গেছি আমি প্রতিদিন,
কাটেনি সংসয়! কেটেছে নিশ্চয়, দেখেছি স্বপ্ন রঙিন,
নিজেকে হারিয়েছি, নতুন করে গড়েছি প্রতিদিন।
আর অষ্টাদশীর ছোঁয়া? লাগেনি তবে? লেগেছে নিশ্চয় ততদিন।"
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।