মিথিলি তোমায় ধন্যবাদ
- মোহাম্মদ শিমুল ঢালী ০২-১২-২০২৩

মিথিলি,
তুমি এসেছিলে তাই-
শহুরে বাতাসে দূষণের গন্ধ নাই।
তুমি এসেছিলে তাই-
সন্তুষ্ট চিত্তে শহরটা দেখে যাই।

মিথিলি,
তুমি এসেছিলে তাই-
জিয়া স্মরণী রোড-টাতে নেই চোখ বুজানো ধুলা।
তুমি এসেছিলে তাই-
ধোলাইপারের মোড় গুলোতে স্নিগ্ধ হাওয়ার মেলা।

মিথিলি,
তুমি এসেছিলে তাই-
রাস্তার ধারের গাছগুলো আজ হলো চির সবুজ।
তুমি এসেছিলে তাই-
ধুলা বিহীন জাম গাছটা যেন শিশু অবুঝ।


১৮ নভেম্বর ২০২৩
মীরহাজিরবাগ,ঢাকা।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

Dhali
২১-১১-২০২৩ ০২:০৫ মিঃ

ধন্যবাদ সবাইকে।