চিঠি দিও মোরে,তব মৃত্যুর দিবসে
- মোঃ নাঈম মিয়া ০২-১২-২০২৩
দেখিনু সেদিন তোমা আঁখির পলকে
পড়েনা পল্লবরাশি
লভেছিনু তব প্রেম হয়েছিনু ধন্য
ওগো মোর প্রিয়সী।
আক্কাস নাম তার জ্ঞানী বটে
চটে খুব দেখে নারী
থাম বেটা ও কথা কী
তাহারে বলিতে পারি?
মোর মত প্রেম জানে
করে না সে ছলনা
মিথ্যাকে রাখে দূরে
এই তাহার বাহানা।
প্রেয়সী তার গেল চলে
দলে গেল বন্ধন
তাই বলে করে না সে
আঁখি ধুয়া ক্রন্দন।
প্রেয়সী তার বলে গেল
মর বেটা কালিসে
তার চেয়ে ভালো সে
ভূরি কড়ি দেবে যে।
তবে নাহি নিঠুর তেমন আমি
বলিতে পারি সত্য
মরবি যেদিন আসবো সেদিন
আনবো মরন পথ্য।
হায় হায় ক্রন্দন
একি হলো,বলে গেল প্রিয়মম প্রেয়সী
মোর মরন দেখিবে সে
যারে কি'না ভালোবাসি।
কোন প্রাণে কহে কথা
তাও আবার হেসে হেসে
চিঠি দিও মোরে,তব মৃত্যুর দিবসে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।