শীতের সকালে আমরা দুজন
- মেহেদী হাসান রুমেল ০২-১২-২০২৩

শীতের সকালে
কুয়াশার আড়ালে

শিশির ভেজা ঘাসে
মেঘনা নদীর পাশ দিয়ে

তুমি আমি হেটে চলেছি আজ
দুজন দুজনার হয়ে
উদ্দেশ্য হবে গন্তব্যহীন,,,

যেখানে প্রকৃতির ছোয়ায় তুমি হয়ে উঠবে অপরুপা সুন্দরী
আকাশ হবে নীল
তুমি আমি হবো দুজন দুজনার আমাদের গন্তব্য সীমাহীন

ঠান্ডার কনকনে আমেজ আর সাথে তোমার হাতের স্পর্শ
মনের মাঝে বেজে চলেছে গান
চলনা সুজন মিলে দুজন
অই আকাশে ভাসি????

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

faizbd1
২০-১১-২০২৩ ২০:৪০ মিঃ

বেশ লিখেছেন।

মেহেদী হাসান রুমেল
২২-১১-২০২৩ ০৩:০৭ মিঃ

ধন্যবাদ