চিঠি
- ইয়াছিন আরাফাত [অনিয়ম] ০২-১২-২০২৩

পেরক─ Easin Arafat
ঠিকানা- কিশোরগঞ্জ সদর।

প্রাপ্রক─ মিথিলা আরাফাত
ঠিকানা- গন্তব্যহীন।

আস-সালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি রবের অশেষ রহমতে ভালো আছেন।

আপনার সাথে বহুকাল কথা হয়নি! কেন? রাগ একটু কমিয়ে নিন! এক দিন নাহয় মেসেজ বা কল দিন! জানান আপনার পরিস্থিতি । আপনার তো কোনো সমস্যা নেই! সুখেই আছেন। আর দেখেন আমার কত কাজ তবু আপনাকে স্বরণ করি। আচ্ছা আপনি কি? আমাকে ভুলেই যাবেন?

আচ্ছা ভুলে যান সমস্যা নেই! শুনেন আমার দেয়া নীল শাড়ি, মেচিং করা কানের ফুল আপনি কি পড়েছেন!
পড়লে একটু বকুল তলায় আসবেন──?

সোমবার
৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

Sar57ker1981
২১-১১-২০২৩ ০৯:৪৪ মিঃ

চিঠি লেখা ভুলে যাচ্ছে