আয়না
- নাঈম উদ্দিন রাফি ০২-১২-২০২৩
আয়না,
কখনো স্বচ্ছ হয় না!
পেছনে দস্তার প্রলেপ থাকলে স্বচ্ছতা আসবে কেমন করে?
আয়না,
বহুকাল আগে একবার তার কষ্ট দেখে তার সামনেই জোর করে দু ফোটা চোখের জল ফেলেছিলাম!
কপট অশ্রুকে সত্য ভেবে আয়নার আমি`র চোখ থেকেও দু ফোটা জল গড়িয়ে পরলো।
আয়না
এ তো বহু আগের কথা।
এখন তো আয়নাও আয়নাবাজি করতে দ্বিধা করেনা!
প্রলেপ ছাড়াই প্রতিবিম্ব দেখানোর কাজটা নিরলস করেই যাচ্ছে।
আয়না
এতে তোর ফায়দা কী?
পারিস তো কেবল অন্যের বাহ্যিক রুপ দেখতে আর দেখাতে।
এতে অবশ্য আমারই ফায়দা বেশি। ভেতরের তেঁতো দিকটা কারো সামনে ভেসে উঠে না।
আয়না
তুই থাকায় আমার আরেকটা লাভ হচ্ছে।
প্রতিদিন বারশয়েক নিজেকে তোর ভেতর না দেখলে অস্বস্তি লাগে।
অবিবাহিত আয়না, তুই যে আমার ছেদ্য হওয়া অবিচ্ছেদ্য দিকনির্দেশক!