প্রথম জলের বৈধতা
- ফরিদুল ইসলাম ০২-১২-২০২৩
আগুন লাগানো কৃষ্ণচূড়ার নিচে গনগনে এক দুপুর বেলায়
মত্তহীন, তৃপ্তিহীন এক হৃদয় নিয়ে যাচ্ছিলাম।
বেশ কিছু দুরের পথ ছেড়ে আরো একটু দুরে-
মাঝপথে ক্ষিপ্র ধ্বনি, আগন্তুকের কোলাহল ছেড়ে
হৃদয় বাসনায় ছুটছিলাম
আমি ও আমার অর্ন্তনিহিত সত্তা।
হঠাতই তোর অরক্ষিত ধ্বনি,
সুরক্ষিত চেনা ডাক-
পিছু ফিরে তাকাতেই- তোর মুখনিসৃত
আবারো একশো করাত।
আমি সমাপ্তের পথে হাটতে চেয়েছিলাম,
নিরপরাধ, নিরুপায়ের আর একটি নাম।
অথচ তুমি দিলে আমায়
নির্লুপ্ততা, বেহায়াপনা
শৃঙ্খলা মুক্ত বেদনা জলের হাসি-
আমি তাই-
এ আমার কান্না নয়,
পেয়েছি যে জলের বৈধতা
আমি অশ্রু আনন্দে ভাসি।
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।