অধিকার
- কাজী জুবেরী মোস্তাক ১৮-০৯-২০২৪

অপ্রতিরোধ্য নৃশংসতার মাঝে সমাজ নিমজ্জিত
মানবতার বুক জুড়ে আছে রক্তক্ষরণের ক্ষত ।
সংবিধানে আজ আটক আছে আমার অধিকার
প্রিয় স্বাধীনতাতে নেই আজ সমান অধিকার ।
ধর্মান্ধতার আগুনে যখন মনুষ্যত্ব পুড়ে হচ্ছে শেষ
আমরা তখন চায়ের টেবিলে ব্যাস্ত আছি বেশ ।
রাস্তার মোড়ে নিত্যদিন চলে মানববন্ধন সমাবেশ
তুমি নাগরিক দূরে কেন যদি হৃদয়ে থাকে দেশ ।
সাম্প্রদায়িকতা উষ্কে দিয়ে যাচ্ছ মসজিদ মন্দিরে
অথচ তোমরা ভুলে গেছো ঈশ্বর থাকে অন্তরে ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

Sar57ker1981
২৯-১১-২০২৩ ১০:৫১ মিঃ

বেশ

কাজী জুবেরী মোস্তাক
১৩-০৪-২০২৪ ২৩:১১ মিঃ

ধন্যবাদ আপনাকে