গিট্টু
- ও এইচ জাহেদ ১৭-০৯-২০২৪
গিট্টু
ও এইচ জাহেদ
কন্যার পিতারে
ভূলো ঘটক
ডেকে কয়-
পাত্রের বয়েস
কম করে দু’কুড়ি
মহা বড় শিক্ষিত
ইয়া বড় ভূড়ি!
বিড়ি-বড়ি ফুঁকেন
খুব বেশি হবেনা
শাদিটা হলে পরে
এসব আর লবেনা!
ধম্ম-কম্ম করেন বটে
শুক্কুর বা রবিতে
ঐ, পপ-টপ কি যেন
তাও দেখে ছবিতে!
জাতে বড় খানদান
মামার মস্ত ডাক
বাপ-চাচা পয়সাওয়ালা
মাথা ভরা টাক!
ওয়ারিশে পেয়েছে
দোকান ছ’এক গোটা
সাথে আছে জমিজমা
বিরাট দালান-কোঠা!
এমন পাত্র হাতছাড়া
করে কোন বোকা?
পরে আবার পস্তাবে
খোঁজ যদি খোকা!
শুনে টুনে পিতা কয়-
সবিতো ঠিকঠাক
বয়েস যা ইট্টু
আরে মিয়া, বাদ দেন
লাগানতো গিট্টু!
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।