সম্পর্কের ফাটল -শুভ জিত দত্ত
- শুভ জিত দত্ত ১১-১০-২০২৪

তোমার সাথে দেখা হঠাৎ চলতি পথে
কিন্তু কথা থেমে গেছে
দেখেও আজ না দেখার ভান করা চলা
এখন খুব কাজের চাপ

একটা সময় হুট করে কাজ যখন
খুব করে আপন হলো
ঘন্টা পর ঘন্টা কথা না বলে থাকা
তার পর এরিয়ে চলা

একটা সময় না না অজুহাত কেবল
ডাল মেলা শুরু করে
তখন খুব চেনা মানুষ কে অবহেলা
অভ্যাসে পরিণত হয়

ধীরে ধীরে আপন মানুষ কখন
যেন অচেনা হয়ে যায়
সেই অবহেলা থেকে ফাটল ধরে
খুব মধুর সম্পর্ক যেন।।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

faizbd1
৩০-১১-২০২৩ ২১:১৫ মিঃ

বেশ লিখেছেন।