অগণিত বিশ্বযুদ্ধ
- মোহাম্মদ সিয়াম হোসেন ১১-১০-২০২৪
আজ অগণিত বিশ্বযুদ্ধ,
দেশে দেশে, শহরে শহরে, গ্রামে গ্রামে।
শিশু জন্মায় যুদ্ধের অস্ত্র হাতে,
আসমানের ফাঁকা জায়গা ভরে আছে যুদ্ধের কামানে।
আজ অগণিত বিশ্বযুদ্ধ, অগণিত বোমার বিস্ফোরণ।
অগণিত প্রাণ বেঁচে নেই আজ মরণকে করছে বরণ।
অগণিত লাশের গন্ধে পৃথিবী মাতাল হয়েছে।
অগণিত পুষ্প ঘ্রাণ হারিয়েছে আজ।
অগণিত শকুনেরা লাশের উপর করছে বেহায়ার মত রাজ।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।