অর্ধাঙ্গিনী
- মোহাম্মদ মাহদী হাসান ১১-১০-২০২৪

পার্থিব প্রয়োজনে নয়—
কেউ একজন থাকুক; যে রাগ করবে
ঘুমের জন্য ফজর ছুটে গেলে।
ঘুম ঘুম চোখে ওযুর শেষে যে মানুষটি
তার আন্তরিকতার আস্তিনে মুখ মুছতে দেবে।
দিনের শুরুতে সমস্বরে উচ্চারিত হবে;
"ইয়া-সীন, ওয়াল কুরআনিল হাকীম"।

কেউ একজন থাকুক—
যে মানুষটি অভিমান করবে
যোহর কাযা হয়ে গেলে।
শাস্তিস্বরূপ রান্না বন্ধ রাখবে।

কেউ একজন থাকুক—
আসর ছেড়ে অন্যকিছুতে আসক্তি দেখে
যে শাসনের চোখ তুলে তাকাবে।

কেউ একজন থাকুক—
যে মাগরিবের মুসাল্লা এগিয়ে দিবে।
নামাজান্তে মনে করিয়ে দিবে;
আল্লাহুম্মা আজির'না মিনান নার।
অধিক আয়ের জন্য তাগাদা না দিয়ে
যে তালকিন দিবে; "ইযা ওয়াকিয়াহ'র।

কেউ একজন থাকুক—
এশা হীন আলসেমিতে শুতে গেলে
যে বলবে; আজ বিছানা বারন।
মৃদু আলোয়ারীতে যে একসাথে সুর তুলবে;
"তাবারাকাল্লা'যি বি'য়াদিহিল মূলক"।

কেউ একজন থাকুক—
যে মাঝরাত্তিরে তাহাজ্জুদের সঙ্গী হবে।
পূণ্যকাজে আমার প্রিয় অর্ধাঙ্গী হবে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 4টি মন্তব্য এসেছে।

2001
০৯-০৯-২০২৪ ১৭:৩৬ মিঃ

সুন্দর

tanjimul
২৫-১২-২০২৩ ১৪:২৮ মিঃ

সুন্দর একটা কবিতা

NiborhonNirghosh
২৪-১২-২০২৩ ২৩:২২ মিঃ

বাহ্ সুন্দর হয়েছে!

Kajal
২৪-১২-২০২৩ ২১:৪২ মিঃ

চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড় ধরা। আপনার এই কবিতা কবি সালমান হাবিব এর 'আল্লাহকে ভালোবাসি'কাব্যগ্রন্থের কেউ একজন থাকুক নামক কবিতা।