বসন্তের কবিতা: ছুঁয়ে দিলেই বসন্ত
- মিহির শুভ ১৮-০৯-২০২৪
বসন্ত ছুঁয়ে দিলেই,
কৃষ্ণচূঁড়ার ডাল হয়ে ওঠে রক্তলাল
বসন্ত ছুঁয়ে দিলেই,
পলাশ-শিমুলের বনে লাগে
ফাগুনের তীব্র আগুন
বসন্ত ছুঁয়ে দিলেই,
ডেকে ওঠে বসন্তদূত,
বাড়ে তরুণ হৃদয়ের বুদ্বুদ
বসন্ত ছুঁয়ে দিলেই,
উত্তরী হাওয়া হয় ভীষণ মারদাঙ্গা
বসন্ত ছুঁয়ে দিলেই,
সমস্ত পৃথিবী হয় নববধুর মতো রাঙা।
অন্যদিকে, তুমি ছুঁয়ে দিলেই
আমি হয়ে উঠি দুর্বার প্রেমিক,
রঙা পৃথিবীর একছত্র ভূপতি।
আর, আমি ছুঁয়ে দিলেই
তোমার রঙিন ঠোঁটের কার্নিশ
আর বাসন্তী শাড়ির আঁচল ধরে
অটুট বসন্ত নেমে আসে
আমাদের দুজনের দুটি মনে।
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।