বসন্তের কবিতা-০২: বসন্ত বাস্তবতা
- মিহির শুভ ১৭-০৯-২০২৪

কৃষ্ণচূড়া লাল ছড়াল, ছড়াক
পলাশ শিমুল আগুন ধরাল, ধরাক
উত্তরী হাওয়া প্রাণ জুড়াল, জুড়াক
কী আসে যায় তাতে?
আমার যখন তরকারি নেই
শূন্য ভাতের প্লেটে?

এই ফাগুনের এই আগুনে
কী এসে যায়?
কে হেসে যায় শূন্য উদরে,
গভীর রাতে কান্না যখন পর্নকুটিরে?

তোমরা যারা অনেক সুখী
নানান রঙের স্বপ্ন দেখো
সুখের বিছানায়
ফাগুনের এই আগুন কেবল
তোমাদেরকেই মানায়।

বর্ষা যেথায় বারো মাসে
ফাগুন হেথায় নাইবা আসে।
কী আসে যায় তাতে?
যখন পিতা ছোটে শিশুর মুখে
দু-দুমুঠো অন্ন তুলে দিতে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।