তুমি এসেছ বলে
- মিহির শুভ ১০-১০-২০২৪

তুমি এসেছ বলে
এ শহরে শীত নেমেছে
অগ্নিদাহে নেমেছে আকাঙ্ক্ষার বৃষ্টি।
তুমি এসেছো বলে,
ব্যস্ত শহরে নেমেছে সতেজ স্বস্তি।
তুমি এসেছ বলে,
অন্ধকার হারিয়েছে
জ্বলজ্বল করছে মায়াবী চাঁদ
কলকল করা সমুদ্র হয়েছে
খুশিতে উন্মাদ।
তুমি এসেছ বলে
ভাবের ডিঙ্গা পাল তুলেছে
কল্পনার পাখি গান ধরেছে,
আবেগের ফোয়ারা জল ঝরিয়ে
দিচ্ছে ভেঙ্গে শক্ত-পোক্ত বাঁধ।
তুমি এসেছ বলে
উৎসবে আজ ভাসছে নগর
ফুরফুরে ভাব বুকের ভেতর।
তুমি এসেছ বলে
উজ্জ্বল আলোয় শোভিত শহর।
রাস্তার ধারের ল্যাম্পপোস্টটা ওই
দিচ্ছে নীরব স্বাক্ষী
এই শহরে তুমি লক্ষ্মীমন্ত
সাক্ষাৎ দেবী লক্ষ্মী।


কাব্যগ্রন্থ: শব্দজলে নিমগ্ন শরাব

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।