কিস ডের এক গুচ্ছ কবিতা
- মিহির শুভ ১৮-০৯-২০২৪
১.
চুমুর চাবিতে খুলে যায় শরীরের দুয়ার।
২.
একটি, কেবল একটি অবারিত চুম্বন চাই।
বিনিময়ে একটি কবিজীবন দান করে দেবো।
৩.
এ ঠোঁটে তোমার একটি তৃপ্ত চুম্বনে
আমার আয়ু বেড়ে যায় হাজার বছর।
তোমার চুম্বন যেন এক একটি প্যানেসিয়া
আমার সব ব্যাধি নিমিষেই সেরে যায়।
৪.
আমি এমন এক ব্লটিং পেপার যাতে চুমু দিলে তোমার সব পাপ মাফ হয়ে যাবে।
আমাকে চুম্বনে চুম্বনে ভরিয়ে দাও
শুদ্ধ হও, ভীষণ শুদ্ধ, পবিত্র করে নাও আত্বাকে।
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।