শৈলকুপা
- মোঃ আব্দুল আলিম ১৪-০৯-২০২৪
আমাদের বাসা শৈল..কুপা
আগ বাড়িয়ে নাড়ায় চুপা,
বিপদে পড়লে করে কৃপা
সমস্যা হলেই দেয় কুপা।
রাজনীতিতে খুনোখুনি
ঘড়েবাড়ি কানাকানি
দলবদলে টানাটানি
পথেঘাটে মানহানি।
ভোটের আগে চাপানি
ভোটের শেষে ঘাপানি,
কথায় কথায় মারামারি
দিন দুপুরে হয়রানি।
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।