অশ্লীলতা থেকে ফিরে আসো
- মোঃ আব্দুল আলিম ১৩-০৯-২০২৪
তোমার করা অনৈতিক ভিডিও
অথবা কোনো অশ্লীল অডিও,
কেন ছেড়ে দাও মিডিয়ায়
একাজ মোটেও ভালো নয়।
এই ভিডিও দেখে তরুন
নষ্ট হয়ে কাঁদছে করুণ,
তোমাদের এই ভিডিওর প্যাকটিস
নষ্ট করছে মিস্টার – মিস।
সবকিছু ডিলেট কর ভাই
নইলে হয়তো ক্ষমা নাই,
তোমাদের এই নিষ্ঠুর কর্ম
কখনো প্রশ্রয় দেইনি ধর্ম।
ক্ষমা চাও খোদার কাছে
যতদিন দেহে প্রাণ আছে,
তোমরা কর খোদাকে ভয়
তবেই হবে তোমাদের জয়।
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।