পণ্য সাইট বন্ধ করো
- মোঃ আব্দুল আলিম ১৩-০৯-২০২৪

দেশের সকল পণ্য সাইট,
দিতে হবে ব্যাপক টাইট।
এই সব বন্ধের আকুল আবেদন,
যা ক্ষতি করে দেহ ও মন।

তরুণ হারায় তার তারুণ্য,
যৌবনেই ডেকে আনে বার্ধক্য।
ব্যক্তি তথা সমাজের প্রতি স্তরে
অপমান অপদস্ত হয় আঘাত প্রস্তরে৷

প্রবাসে পরকীয়া, অন্তর্বাসে চু
মানুষ, জানোয়ার সবকিছুতেই ঢু।
বন্ধ কর, করতে হবে
পণ্য সাইট যত রবে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।