রাষ্ট্রীয় শোক
- মোঃ আব্দুল আলিম ১৩-০৯-২০২৪
শিক্ষার্থীদের সাথে হয়েছে চরম অন্যায়
শোক আজ পরিণত হয়েছে ঘৃণায়,
কেন ? কার জন্য করছো শোক
আবারও তারা বলছে প্রতিবাদ হোক।
যাকে করছো গালমন্দ তারই শোক
প্রতিবাদ করছে হাজার হাজার লোক,
শোকের প্রতীক তো হয় কালো
প্রতিবাদে তারা টগবগে লাল হলো।
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।