হে স্বাধীনতা তুমি কার?
- সুজন কুমার রায় ১৩-০৯-২০২৪

"হে স্বাধীনতা তুমি কার?
"সুজন কুমার রায়"
কাকিনা, কালীগঞ্জ,লালমনিরহাট।

চারিদিকে ছাত্রজনতার বিজয় উল্লাস ঐক্যবদ্ধতায় স্বাধীন করলো নতুন বাংলাদেশ,
সংখ্যালঘুদের উপর অন্যায় অত্যাচার কেন তবে এখন কিসের তরে এ হিংসা বিদ্বেষ।
মেধার আজ জয় হয়েছে বিজয় পেয়েছে সমগ্র জাতি,
রাষ্ট্রীয় সম্পদ ভাংচুর লুটপাটে যাচ্ছে এখন হচ্ছে নানাবিধ ক্ষয়ক্ষতি।

মন্দিরে হামলা কেন তবে এখন অগ্নি সহযোগে পুড়ছে বাড়িঘর,
সংখ্যালঘুদের প্রতি সহিংসতা কিসের তরে হচ্ছে কেন নির্মম অত্যাচার।
বিজয়ের উল্লাসে মানবতা জাগ্রত হোক মনুষ্যত্বে সভ্য হয়ে উঠুক জাতি,
অসাম্প্রদায়িক বাংলার জন্ম হোক আজ সবার দৃষ্টিতে ফিরে আসুক সম্প্রীতি।

বিস্ত্রীর্ণ আলোক কিরণে ভীতপ্রাণ আজ হৃদয়ের মাঝে হাহাকার,
নাশকতা বন্ধ হয়নি আজও শব্দ তরঙ্গে ধ্বনিত হচ্ছে সংখ্যালঘুদের আত্মচিৎকার।
আগুনের লেলিহান শিখায় পুড়ছে সোনার বাংলা এখনো বন্ধ হয়নি স্বৈরাচার,
শিক্ষার্থীদের প্রাণের বিনিময়ে অর্জিত হে স্বাধীনতা তুমি কার?

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।