ভয়ে দিন কাটাই
- সিফাত মৃধা ১৩-০৯-২০২৪

অনেক ভেবে দেখলাম,
আগে ছিলাম অনেক ভালো;
তোমাকে হারিয়ে ফেলেছি
পাবোনা আর জেনে মেনে নিয়েছি।
হঠাৎ করে জানিনা তুমি আসলে কোথা থেকে
উজান ঘাটের তীরেতে এসে বসলে আমার পাশে,
আমিতো আমার মাঝে ছিলাম বেজায় বেশ।
কারো থেকে কোনো কথা লুকাবার ছিলোনা ভয়,
মনে চাইতো যা করে বেড়াতাম খুব।
তুমি এসে বাঁচতে শিখালে;
বদলে ফেললে আমায় খুব,
যানোতো প্রিয় আমি,
কষ্টে-ভরা ব্যর্থ-মর্ম নিয়ে স্মরণ করি
সে সময়ের কথা যখন হারিয়ে গেলে তুমি
আমি অনুভবেও পেতামনা তোমায়।
তখন আমার মাঝে ছিলোনা কোনো ভয়,
ছিলোনা তোমায় বলিলে মনের কথা
হারিয়ে ফেলিবো আবার তোমায়।
আমিতো এখন ভয়ে দিন কাটাই;
যদি তোমাকে আবার হারাই?
যদি তেমাকে পেয়েই যাই?
তবুও যে আমি ভয়ে দিন কাটাই।


১২:৩৩ রাত
৯ই জ্যৈষ্ঠ ১৪৩১বঙ্গাব্দ
২৩ই মে ২০২৪ইং

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।