উত্তাল আমি
- আব্দুস সাত্তার সুমন ১৪-০৯-২০২৪
মৃত্যুর ভয় পালিয়ে গেছে
শুনছে না যে বাধা,
চিন্তা বিবেক বুদ্ধি ছেড়ে
চক্র গোলক ধাঁধ।
দেশের ক্ষতি সাধন করে
থাকছে বীরের বেশে,
গুনতে হবে আমজনতার
লক্ষ টাকা শেষে।
কিসের নেশায় করছে এসব
হিসাব দেব হেসে!
দিনের শেষে অর্থকোষে
সব হারিয়ে শেষে।
ঘর ছেড়ে আজ শূন্য খাঁচা
নিথর দেহ মমি!
মাঠে-ঘাটে রাজপথেতে
উত্তাল কেন আমি!
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।