ভূতের বাড়ি
- পারভেজ আহমেদ সাগর ১০-০৯-২০২৪
চাঁদনী রাতে যেওনা বুবু
যেওনা সে গাছ তলে,
ঐ গাছেতেই গভীর রাতে
ভূতেরা থাকে ঝুলে।
সে পথ ধরে যারাই যাবে
গায়েতে পাবে আচঁ,
কাউকে আবার টেনে ধরে
ভূতেরা দেয় লাজ।
কারোর কাছে ভূলেও যদি
পেয়ে যায় মাছ,
ভূতের রাজা বলে দেয়
মাছ ফেলে বাচঁ!
কখোনো ঝুলে থাকে দেহ
ঐ গাছের ডালে,
কেউবা আবার বেঁচে ফিরে
দেহ শক্তি বলে।
অন্ধকার ঐ গাছের তলে
ভূতেরা দেয় নাচ,
ইচ্ছে হলে লোকের মাথায়
নুইয়ে ধরে গাছ।
সুযোগ পেলেই পেত্নীরা সব
মটকে দেয় ঘাড়,
মাঝে মাঝে আওয়াজ আসে
ছাড় বাবা ছাড়!
ক'দিন আগে সলিমুল্লাহ ভাই
দিয়েছে এক দৌড়,
সবাই মিলে বেঁধে রেখেছিল
ভেবেছিল সে চোর।
কবিরাজ ঝাড়ফুঁকে দিয়ে
জ্ঞান ফেরাল তার।
যেওনা বুবু যেওনা আর তুমি
ঐ গাছটার তলে,
কবে আবার থাকবে তোমার
নিথর দেহ ঝুলে!
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।