ভন্ড বাবা
- পারভেজ আহমেদ সাগর ১০-০৯-২০২৪
যাচ্ছে যে সে
ভন্ড বেশে,
খায় তিনি তাই
যা কাছে পায়,
চুলে তাহার
রং এর বাহার,
ছেলে হয়েও
চুল বেঁধেছে।
বাদ রাখেনি
মক্কা কাবা,
নাম দিয়েছে
দরবেশ বাবা।
কান ফুঁড়েছে
পরেছে দুল,
থুতনিতে তার
নাই কোন চুল,
ঠোঁটের উপর
রেখেছে গোঁফ,
আমলের সময়
ঘরে বসে চুপ।
রাতে বসবে
মদের আড্ডায়,
কেউ মারে হুক্কা -
নাইট ক্লাবেই
বানায় বাড়ি,
পুরোটা রাত
নাচাবে নারী,
কেউবা খেলে
ডাবা, জোয়া -
কেউ লুডুতে ছক্কা।
জোর করেই
নিচ্ছে টাকা,
পরের পকেট
করছে ফাঁকা,
খাদের কাছে
নিচ্ছে ডেকে,
সত্যকে চাপা দিতে-
দিয়ে দিচ্ছে অক্কা।
মাথায় আছে
লম্বা টুপি,
নারী দেখলেই
হা হয়ে যায়!!
উঁকি মারে চুপিচুপি,
যাকে তাকে
ঘরে তুলছে -
ঘর থাকলে ফাঁকা।
কবর মাঝে
আসন পেতে,
কেউ বসেছে
দোয়া দিতে,
অন্ধ লোকে
যায় সেখানে,
পশুদের পাশাপাশি -
কেউবা দিচ্ছে টাকা।
টাকা নিয়ে
দোয়া বেঁচে-
বানাচ্ছ লোক বোকা!
ভন্ড বাবা তুমি -
নিজেই খাচ্ছ ধোঁকা।
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।