পোত স্নান
- পারভেজ আহমেদ সাগর ১০-০৯-২০২৪
বিলে স্নান করো যদি তুমি
আমি একাই হবো মাঝি,
ঝড়-বৃষ্টতে বৈঠা বাইবো
যদি তুমি থাকো রাজি।
আকাশের মেঘের ভেলা
জলে ভেসে ভেসে যাবে,
তুলে দেবো শাপলা সিন্ধুক
তুমি বসে বসে শুধু খাবে।
মাঝিরা মাছ ধরবে প্রচুর
সবাই করেবে সেথা হৈচৈ,
কখনো ধরা পরবে রুই-সিং
কখনো কাতলা,পুঁটি বা কৈ।
পছন্দ করে তুলে নিবে হাতে
তোমার যেটা ইচ্ছা হবে সেটা,
মুখের কথা এড়িয়ে চলে যাবে
সেথা আছে নাকি এমন বেটা?
সাঁতরে সাঁতরে ক্লান্ত হও যদি
জলে হয়ে যাও ভীষণ হয়রান,
এক মুহূর্তে তুলে নিবো কোলে
প্রিয়,আমি সাতারেও চ্যাম্পিয়ন
রৌদ্র স্নানের পরেই প্রিয় তুমি
বাতাসে ছড়িয়ে দিও এলোকেশ,
খুব ভালবেসে দেখবো তোমায়
জানতোই,এটা পুরনো অভ্যেস।
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।