প্রতিশোধের অনল
- পারভেজ আহমেদ সাগর ১০-০৯-২০২৪
চলমান সকল অনাকাঙ্ক্ষিত বন্যা
লক্ষ মানুষের কান্না,
সাথে আছে ভারতীয় পাহাড়ি ঢল
সবই প্রতিশোধের অনল।
অসংখ্য মানুষের চোখে কষ্ট দেখি
কি আছে দেখার বাকি?
এসে যায় আমার দু’চোখেতে জল
সবই প্রতিশোধের অনল ।
সিলেট ভেসে যাচ্ছে পাহাড়ি ঢলে
কুমিল্লা খেলাচ্ছলে,
ভেঙ্গে দিচ্ছে চট্টগ্রামবাসীর বল
সবই প্রতিশোধের অনল।
পূর্ববঙ্গের মানুষ হয়ে গেছে ক্লান্ত
সব হাড়িয়ে সর্বশান্ত,
এক হয়ে গেছে লাশ,পানি ও মল
সবই প্রতিশোধের অনল।
অবুঝ শিশুদের মুখে চিন্তার ছাপ
কোথায় গেল মা-বাপ?
যেদিকে চোখ যায় শুধু দেখি জল
সবই প্রতিশোধের অনল।
কেউ পানিতে ভেসে দেখে মহাকাল
ডুবে গেছে ঘরের চাল,
সেথায় পশুপাখিদের বাসায় জল
সবই প্রতিশোধের অনল।
হন্নে হয়ে কেউবা খুঁজে ফিরে লাশ
মৃতদেহেরও নেই আভাস,
সব হারিয়ে তাদের চোখ টলমল
সবই প্রতিশোধের অনল।
যেথায় গর্ববতীরাও পানিতে ভাসে
কোন ঠাঁই নেই যে কাছে!
বাচ্চা ভূমিষ্ট করবে কোথায় রে পাগল?
সবই প্রতিশোধের অনল।
রংপুরটাও বোধহয় রাখবে না বাদ
ভেসে যাবে সব আবাদ,
গিলে খাবে সবই বড় ঢেউয়ের দল
সবই প্রতিশোধের অনল।
রাজশাহী ও খুলনাও ডুবাবে শেষে
হচ্ছে কি এই দেশে?
নিষ্ঠুর নরেন্দ্র মোদিই তবে সেই খল,
সবই প্রতিশোধের অনল।
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।