মাগনা
- পারভেজ আহমেদ সাগর ১০-০৯-২০২৪
খাদক যা পায় তাই খায়,
খাওয়ার কোন শেষ নাই
আম, জাম, কাঠাল হউক -
কিংবা পঁচা কলা।
সুযোগ পেলেই হাতে তালি
ভদ্র চোখে মারছে বালি,
রাগের মাথায় পেটাচ্ছে খুব
অনেকে আবার দিচ্ছে গালি -
কেউবা খাচ্ছে লিচু চেটে
রস পরছে নষ্ট পেটে,
খাদ্যের উপর ডোবাচ্ছে নাক
খাওয়ার চোটে উঠে যায় ডাক।
কেউবা খাবার খাচ্ছে ছিলে
মরছে কেহ তিলে তিলে,
টাকা বিলিয়ে দিলেই তবে -
মোমের পুতুল যাচ্ছে গলে!
কেউ খাচ্ছে ভালবাসে,
বখাটেরা খাচ্ছে ঢিলে!
সবাই মিলে বোন ভাই
খাওয়ার কোন শেষ নাই,
কেউবা মারছে ফেন্সি ডাল,
ফল খেয়ে ফেলছে ছাল।
সব খাবারে ডাকনা লাগায়
দুধ খেতে ছাঁকনা,
পোকামাকড় খেলে কি দোষ?
সবইতো মাগনা !
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।