দুর্বার
- পারভেজ আহমেদ সাগর ১১-০৯-২০২৪

আমার চলার পথ আমৃত্যু অসীম

আমি মরুভূমির তীব্র হাহাকার,

আমি মহা শূন্যের তান্ডব ব্ল্যাকহোল-

সব ভেঙ্গে করি চুরমার।

আমি সালফিউরিক নামক তীব্র এসিড

ঝলসে দিতে পারি সব পার্থিব রূপ,

আমি আটলান্টিকের অনুসন্ধানকারী ডুবুরি

মারিয়ানা ট্রেঞ্চেও দিতে পারি ডুব।
--------------------------------------
---------------------------------------

আমি সাহারার নিঃসঙ্গ যাযাবর

সীমাহীন মহাকাশের ক্লান্তিহীন পথিক,

আসন্ন মৃত্যুতেও সত্যে অটল দিবাকর-

আমি রূপকথার হ্যামিলনের সেই বাঁশিওয়ালা জাদুকর।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।