তেলাপোকা
- পারভেজ আহমেদ সাগর ১০-০৯-২০২৪

ইচিং বিচিং চিচিং চা
তেলাপোকা উড়ে যা,
সব মেয়েদের লাগে ভয়
মেরে তোদের করবো ক্ষয়।
লুকিয়ে ডিম দিয়ে যাস
বংশ বিস্তারে মজা পাস,
খাবার সব খাচ্ছিস চেটে -
বল তোরা আর কি চাস?
যখন তখন আসিস তেড়ে
মা বোনেরা আছড়ে পরে,
সকল মানুষ খুব হতাশ
তোদের এবার দিবই বাঁশ।
সাবধান হলেই বেঁচে যাবি
আঁধারে নষ্ট খাবার খাবি,
সজাগ থাকতে বাহির হলে
করবো তোদের সর্বনাশ।
--------------------------------
---------------------------------
কাপড় সবই টুকছিস চুপে
দামটা একটু দেখনা মেপে !
তোদের চোখে পরে না ঘাস?
মালিক সহ সবাইকে তবে -
পরিবারের মতোই ভালবাস।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।