অতলে গ্রাস
- পারভেজ আহমেদ সাগর ১০-০৯-২০২৪

তারাই করে ভুল
লোভের নৌকা দিয়ে ছাড়ি,
ভাসিয়ে সে তরী
দেয় অজানার পথে পারি।
কার প্রিয়জনে
কোন জনে দিচ্ছে আড়ি?
সমুদ্রের বারমুডা
সদা করছে কাড়াকাড়ি!
তলাবে অজানায়
তারা ফিরবে না আর বাড়ি -
ন্যায় ছেড়ে ধরেছে
এই নিকৃষ্টতম দুনিয়াদারি।
দুনিয়া ঠিকানা নয়
সবকিছু মিথ্যা বাহাদুরি,
তারা মানেনা নিয়ম
গিয়েছে পাপের সীমা ছাড়ি।
তারা হউক জ্বীন
জোগাপ্পা, নর কিংবা নারী,
ভুলেছে সৎ কাজ
ইবলিশ বেঁধে দিয়েছে নাড়ি।
কাল টাকার লোভে
বহুজনেই করে কাড়াকাড়ি,
গ্রাস করবে আঁধার
তাদের নাটাই ছাড়া ঘুড়ি,
থাকুক না তাদের
বোরকা,পাঞ্জাবী বা দাড়ি !

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।