অচেনা পৃথিবী
- পারভেজ আহমেদ সাগর ১০-০৯-২০২৪
ঘুমের ঘোরে সবাই উদাস
হারিয়ে গেছে মাতাল সুবাস,
গ্রীষ্ম,বর্ষা ও শীত বেঁধেছে জুটি -
বসন্তটাও নিয়েছে লম্বা ছুটি।
তীব্র বর্ষণে ভেসে যাচ্ছে মরু
গোটা বিশ্ব হয়ে গেছে ভীরু,
নোনা জল ছুটে প্রচন্ড বেগে
পাপীরা সব চেয়ে চেয়ে দেখে।
হাঁপিয়ে গিয়েছে এত তারাতাড়ি
কোথায় বিশ্বের সব ক্ষমতাধারী!
কেটে ফেলেছেন বৃক্ষ সকল,
সব পাহাড়-বন করেছে দখল।
আলফ্রেদ বের্নহার্ডের যত দোষ
বিস্ফোরকে সব বানিয়ে ফানুস,
কামিয়ে নিয়েছে টাকাও অঢেল
বিশ্ব তাকেই দিয়েছে নোবেল।
জে.ওপেনহাইমার বড়োই দুর্জন
পারমাণবিক জ্ঞান তারই অর্জন,
প্রেসিডেন্ট রুজভেল্ট ইশারা দিয়ে
হিরোশিমা-নাগাসাকি দিয়েছে খেয়ে।
জেমস ওয়াট এক লিজেন্ডের নাম
বিশ্বে জুড়ে তার অনেক দাম
বলেছিল চাকা কয়লায় ঘুরে,
কার্বনডাইঅক্সাইডে যাচ্ছি মরে!
নিকোলাস দিলো পেট্রোল ইঞ্জিন
কার্বন ডাই-অক্সাইড আরও স্বাধীন,
মানুষের কাজ করেছেন সহজ
রাতে দিনে তাই ঘামছে মগজ।
প্রচন্ড তাপেই গলছে বরফ
গ্রাস হবে বিশ্বের ঘর বাড়ি সব,
হিমালয় ডুবতে নেই বেশি দিন
বাদ যাবেনা আলাদিনের জ্বীন।
তারাই তবে সবচেয়ে মহান
শ্রম দিয়ে কতোই করেছেন দান,
কেউ সেজেছেন বড় দরবেশ
স্বাক্ষী দিচ্ছে বিধ্বস্ত পরিবেশ!
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।